শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ১৯:৪৬

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভ্যান চালকের

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভ্যান চালকের

শনিবার বিকেলে একটি সাইনবোর্ড নামাতে গিয়ে এ ঘটনা ঘটে হাজীগঞ্জ বাজারে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন দক্ষিন রান্ধুনীমূড়া গ্রামের হাজারি বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,, এদিন বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একটি মার্কেটের তিনতলা থেকে পুরাতন একটি জুতার দোকানের সাইনবোর্ড নামাচ্ছিলেন (অপসারণ) আব্দুল মতিন। এ সময় অসাবধনতার ফলে হঠাৎ করে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা বলেন, হাসপাতালে আনার পূর্বেই আব্দুল মতিনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কন্ঠকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়